বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ সৌদি আরবের রিয়াদে আজ সোমবার (১১ নভেম্বর) ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ আরব-ইসলামিক বিশেষ সম্মেলন হবে। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ওআইসির যৌথ আরব-ইসলামিক বিশেষ সম্মেলন যোগ দিতে গত শনিবার (৯ নভেম্বর) ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বর্তমানে সৌদির রিয়াদে রয়েছে। উপদেষ্টা সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম বলছে, রিয়াদে অনুষ্ঠেয় ওআইসির যৌথ আরব-ইসলামিক বিশেষ সম্মেলনে মধ্যপ্রাচ্য সংকট প্রাধান্য পাবে। এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননে সন্ত্রাসী হামলা প্রসঙ্গ।
কাতারের গণমাধ্যম জানিয়েছে, রিয়াদে অনুষ্ঠেয় ওআইসির যৌথ আরব-ইসলামিক বিশেষ সম্মেলনে অংশগ্রহণ করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।