বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ :
   নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠিত মানুষকে হয়রানি মিথ্যা মামলা সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা ও এই শহীদ থেকে রেহাই পাইনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার  সরাইলের বিএনপির মানবতার নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিপন, সরাইলের বিদ্যুৎ নিয়ে শোনালেন আশার বাণী বিগত সরকারের আমলে ডিআইজি হাবিব এর সহযোগী এই শহীদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে  জশনে জুলুস র‍্যালী বের হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫ নারাায়ণগঞ্জের রূপগঞ্জে বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন

চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সংস্থাটির কার্যালয়ের নিচে ‘সচেতন চট্টগ্রামবাসী’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে চসিকে যোগ দেন শেখ তৌহিদুল ইসলাম। তখন মেয়রের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত রেজাউল করিম চৌধুরী। ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ পদ থেকে আওয়ামী লীগপন্থি আমলাদের অপসারণ করা হয়। কিন্তু নানা ছলচাতুরী করে চসিকে বহাল তবিয়তে থেকে যান তৌহিদুল। বিক্ষোভকারীরা আরও বলেন, সম্প্রতি চসিক নানা অনিয়মের কারণে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে একাধিক সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালাচ্ছে। সবশেষ সোমবার (৭ জুলাই) দুদক শ্রমিক থেকে সরাসরি প্রকৌশলী পদে নিয়োগ দেওয়ার বিষয়ে তৌহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা।একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন চসিকে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, আপনাদের কোনো দাবি থাকলে লিখিতভাবে দিন, আমরা মেয়রের সঙ্গে আলোচনা করবো। তবে দয়া করে পরিবেশ শান্ত রাখুন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। পরে আন্দোলনকারীরা চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে কথা বলেন। তিনি দুই দিনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিক্ষোভকারীকে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com