বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
   নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠিত মানুষকে হয়রানি মিথ্যা মামলা সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা ও এই শহীদ থেকে রেহাই পাইনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার  সরাইলের বিএনপির মানবতার নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিপন, সরাইলের বিদ্যুৎ নিয়ে শোনালেন আশার বাণী বিগত সরকারের আমলে ডিআইজি হাবিব এর সহযোগী এই শহীদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে  জশনে জুলুস র‍্যালী বের হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫ নারাায়ণগঞ্জের রূপগঞ্জে বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন

সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মোঃ কামাল পাঠান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের আঁখিতারা গ্রামের বাজারে সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ জুলাই) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, আঁখিতারা বাজারে জামে মসজিদের সামনে বড় করে চার সাটারে দোকান নির্মাণ করা হয়েছে।  
জানা যায়, উপজেলার নোয়াগাও ইউনিয়নের আঁখিতারা গ্রামের ফজলু মিয়ার ছেলে রাহাত মিয়া এই মার্কেট  নির্মাণ করছেন। রাহাত এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। সরকারি জায়গায় দোকান নির্মাণ না করার জন্যে আইরল ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাকে নিষেধ করে আসলেও সে অমান্য করে দোকান নির্মাণ কাজ অব্যাহত রাখছে। 
খোঁজ নিয়ে জানা যায়,  ইতিপূর্বে সরাইল সহকারী কমিশনার ( ভূমি)  নিজে এসে রাহাত মিয়াকে বাধা দেয়ার পরও  এ সি ল্যান্ড এর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধাপে ধাপে সে সরকারী জায়গা দখল প্রক্রিয়া চালু রেখে পাকা স্থাপনা নির্মাণ করেছে । একটি সূত্র জানায়, রাহাত প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায়  সরকারী ভূমি আগ্রাসন করে মার্কেট  নির্মাণ কাজ করে আসছে । যার ফলে সে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বাঁধাকে পাত্তাই দিচ্ছে  না ।  দোকান নির্মাণ করার বিষয়ে জানতে চাইলে রাহাত বলেন, আমি আমাদের নিজের জায়গায় দোকান নির্মাণ করেছি। কাগজপত্র দেখাতে চাইলে সে দম্ভের সাথে জানিয়েছে,  আমি কেন আমার কাগজপত্র আপনাকে দেখাব ? এ ব্যাপারে আইরল ইউনিয়ন ভূমি কর্মকর্তা খন্দকার মাইন উদ্দিন আহমেদ বলেন, আমি দোকান নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে আসছি। সে আমাদের  বারংবার বাধা উপেক্ষা করে রাতের আঁধারে কাজ করে ফেলে। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর তার বিরুদ্ধে রিপোর্ট পাঠিয়েছি  । এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com