বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
সরাইলে আইনশৃঙ্খলার অবনতি, বিশিষ্ট  ব্যবসায়ী কে হত্যা, সন্দেহজনক আটক ১ সরাইলে মাদক, চোর, ডাকাত নির্মূল কমিটির আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী 2 of 4,461 কাশিমপুর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তদন্তে পুলিশ, আস্থাহীনতার আতঙ্কে ভুক্তভোগী পরিবার মামলার বাদির স্বাক্ষর জাল করিয়া কোটে ফাইনাল চার্জ সিট দাখিল ময়মনসিংহ ফুলপুর থানার এস আই সানাউল হকের বিরুদ্ধে অভিযোগ নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা  সরাইলে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১নং খতিয়ানের ভূমি দলীয় ব্যানারে একাধিক স্থাপনা উচ্ছেদ করে নেতার দখল চট্টগ্রামে নকল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রি, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারশন

সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল

নিজস্ব সংবাদদাতা : মোঃ কামাল পাঠান
জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউপিস্হ দেওরা পূর্ব পাড়া গ্রামের জামির মিয়া বাড়িতে ৩০ শে জুন ২০২৫ইং,বিকাল প্রায় ৪:৩০ মিনিট সময় ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,স্থানীয় জনতা শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের সামনে,একটি ট্রাক্টরের মধ্যে,লোহার পাইপ ও প্লাস্টিকের পাইপ ভর্তি ট্রাক্টর দাঁড়ানো। সেই ট্রাক্টর এর উপরে,পাইপ সাপ্লাই ওয়াটার নলকূপ বসানোর মিস্ত্রিরা ঘুমিয়ে আছে। (১)জুয়েল (২)সজিব মিয়া, পিতা আফসার মিয়া, সাং সুবর্ণচর, পোস্ট:খাশের হাট, থানা-চর জব্বার,জেলা নোয়াখালী,(৩)খায়ের, সাং+পোস্ট +থানা+জেলা-ঐ।। তাহাদের দাবি,পাইপ সাপ্লাই ওয়াটার নলকুপ বসিয়ে চলে যাওয়ার সময়, জনতা আমাদের কে আটক করে। আমরা জামির মিয়ার বাড়িতে ৬২০ ফুট,পাইপ সাপ্লাই ওয়াটার নলকুপ বসাই,২ ইঞ্চি পাইপ ৪৮০ ফুট, ৪ ইঞ্চি পাইপ ১৪০ ফুট, ফিল্টার ৩০ ফুট, আমরা পিভিসি পাইপ বসাই।আমরা এ এলাকায় গত ১২ দিনে প্রায় ৪ টি পাইপ ওয়াটার সাপ্লাই নলকূপ বসিয়েছি । দেওড়া, হিন্দু বাড়ি,শাহবাজপুর ও বন্দের হাটি । সবগুলো পিভিসি পাইপ, সুপারভাইজার ও ঠিকাদার আমাদের কে যেভাবে বলে আমরা সেভাবেই কাজ করি ।আমরা বিদেশি লেবার মানুষ,পেটের দায়ে কাজ করি ।
উপস্থিত জনতার দাবি, আমরা আবেদন করেও পাইপ ওয়াটার সাপ্লাই নলকূপ পাই না।সরাইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কর্মরত শরীফ মেকানিক (টেকনিক্যাল) কে ১০ হাজর টাকার বদলে,৬০~~৭০ হাজার টাকা ঘুষ দিলে,গোপনে বিক্রি করে । আরএফএল এর পাইপ দেওয়ার কথা থাকলেও, তাহারা বসিয়েছে পিভিসি পাইপ দিয়ে,পিভিসি পাইপ দামে কম মানে খারাপ যাহা সিডিউলে নাই । আরএফএল এর পাইপ ভালো এবং টেকসই দামও বেশি, সরকারি সিডিউলেও আছে, আর এফ এল পাইপ বসানোর কথা । ঠিকাদার ও শরিফ মেকানিক যোগ সাজেসে অসৎ উদ্দেশ্যে অধিক মুনাফা করার জন্য, কাজে ফাঁকি দিয়ে সরকারি টাকা আত্মসাৎ করছে। জড়ো হওয়া উত্তেজিত জনতা শরীফ মেকানিক ও টিকাদার শামীমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট বিচারের দাবি জানান ।
টেকনিক্যাল মেকানিক শরীফ প্রায় ৭ থেকে ৮ বছর যাবত সরাইল উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত আছে । পাইপ ওয়াটার সাপ্লাই নলকূপে কি পাইপ ব্যবহার করা হয় জানতে চাইলে, মেকানিক শরীফ জানান, আরএফএল এর পাইপ ব্যবহার করা হয় । ঠিকাদার ও আপনি মিলে কেন ? পিভিসি পাইপ ব্যবহার করছেন ? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শরীফ সদউত্তর দিতে পারে নি ! ঘটনার বিস্তারিত সাংবাদিকদের কাছে তথ্য উপাত্ত ভিডিও ও ছবি সংরক্ষণ আছে ।
এ বিষয়ে জনাব মোঃ রূপক মিয়া, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর সরাইল ব্রাহ্মণবাড়িয়া, মিডিয়া প্রতিনিধি কে জানান,লিখিত ভাবে অভিযোগ পাইলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোশারফ হোসাইন মিডিয়া প্রতিনিধি কে বলেন, মিডিয়াতে ও স্থানীয় জনগণের মধ্যে মৌখিক অভিযোগ পাওয়া গেছে । বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য এক জন তদন্ত কর্মকর্তা কে দায়িত্ব দেওয়া হয়েছে ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com