সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
অগ্নিমিখা প্রতিবেদক: মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।
আজ মঙ্গলবার এ উপলক্ষে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর কুয়ালামাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন পার্টির নেতারা।
দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে এবি পার্টি। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার শামীম আহসানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবি পার্টির প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের প্রধান ব্যারিস্টার ফুয়াদ এ সময় হাইকমিশনারের সামনে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, আইনগত জটিলতা, শ্রমবাজারের সিন্ডিকেট সমস্যা ও অতিরিক্ত অর্থ ব্যয় সমস্যাসহ প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইন, সদস্য সচিব ড. সোহেল মাসুদ ও মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শবনম রহমান। হাইকমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার মোহাম্মৎ শাহানারা মনিকা, কনস্যুলার মো. মোর্শেদ আলম।