সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন
অগ্নিশিখা ডেস্কঃ ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য মো. সিদ্দিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ডিএসইসির নেতৃবৃন্দ।সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিদ্দিকুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।এর আগে হাসপাতালে ব্রেন স্ট্রোক করে ভর্তি হয়েছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে,আত্মীয় স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। নিজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের শিমুলিয়ায় বাদ এশা নামাজের জানাযার পর দাফন করা হয়।