সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:-
দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে যাত্রীবাহী ট্রেন চলাচলের প্রথম দিন হলেও নেই যাত্রীর চাপ। ফলে অনেকটা আসন খালি নিয়েই প্রথম দিন চলাচল করছে যাত্রীবাহী এসব ট্রেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় টানা ২৩ দিন ধরে বন্ধ থাকার পর গতকাল সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
তবে দীর্ঘ বিরতির পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করলেও যাত্রীর চাপ না থাকাকে প্রচার না হওয়া এবং প্রথম দিন হওয়া কারণ হিসেবে দেখছেন রেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে যাত্রীর চাপ না থাকার চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সাধারণ দিনের তুলনায় যাত্রীর চাপ নেই বললেই চলে। ট্রেনের অধিকাংশ বগিতেই আসন খালি পরে থাকছে। এছাড়া সকাল থেকে মহুয়া ও তুরাগ এক্সপ্রেস ট্রেন দুটি ছেড়ে গেছে। এবং কর্ণফুলী কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।