শুক্রবার, ১১ Jul ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

জেলা পরিষদের দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবিতে প্রবেশমুখে তালা

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরো
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিবাজ চেয়ারম্যান ও সদস্যদের অনপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ।
আজ সোমবার সকালে নয়টায়র বান্দরবানের মেঘলাস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রবেশ পথে এ অবস্থান ধর্মঘট করা হয়। এ সময় তারা পরিষদের প্রবেশ গেট এবং চেয়ারম্যানের বাসভবনের গেটে তালা লাগিয়ে দেয়।
আন্দোলকারীদের দাবি, দীর্ঘ সময় ধরে দুর্নীতিবাজ ক্যা শৈ হ্লা চেয়ারম্যান ও সদস্যদের যোগসাজশে বৈষম্যমূলক নিয়োগ, অস্তিত্ববিহীন ভুয়া প্রকল্প বানিয়ে সরকারি টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত ছিলেন। যার ফলে তিনি বর্তমান পরিস্থিতিতে পলাতক রয়েছেন।
এছাড়া অবৈধ উপায় অবলম্বন করে যে সমস্ত অপকর্ম ও দুর্নীতি করেছে সেগুলো বৈধ করতে গত তিন দিন ধরে তিনি অফিসে না এসেও আত্মগোপনে থাকা অবস্থায় সরকারি ফাইলে স্বাক্ষর করে যাচ্ছেন। তাই ফাইলে স্বাক্ষর করা বন্ধ করে, অতিদ্রুত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ও সদস্য দ্রুত পরিবর্তন কর নতুন চেয়ারম্যান -সদস্য নিয়োগের দাবি জানানো হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ মাসুম বিল্লাহ জানান, নিত্যদিনের মত আজ সকালে অফিস করতে এসে সচেতন নাগরিক সমাজের অবস্থান ধর্মঘটের কারনে অফিস করতে পারেননি তিনিসহ সকল জেলা পরিষদের কর্মচারিরা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com