মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা

বিনোদন ডেস্কঃ মাত্র ১৯ বছর বয়সে মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি ভাটনগর। তিনি ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লিতে তে মৃত্যু হয়েছে সুহানি ভাটনগরের। মাত্র ১৯ বছর বয়সেই চলে যেতে হল তাকে।

এদিকে হিন্দুস্তান টাইমস বাংলা ‘জাগরণ’ এর বরাত দিয়ে জানাচ্ছে, কিছুদিন আগেই অভিনেত্রী সুহানি ভাটনাগরের পা ভেঙেছিলেন এবং সেকারণেই চিকিৎসা চলছিল তার। সেই চিকিৎসার জন্য বেশিকিছু ওষুধ খেয়েছিলেন তিনি। সেই ওষুধের ওষুধগুলির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে সুহানির শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করে। আর সেটাই নাকি সুহানির এই অকাল মৃত্যুর কারণ। শনিবার ফরিদাবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

‘দঙ্গল’ সিনেমাতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়া বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com