সোমবার, ১৪ Jul ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন ও সুন্দর  গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান অধিকাংশ রাজনৈতিক দল বলছে, নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: নুর বেদখল হওয়া জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নদভীর পিএস গ্রেপ্তার সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

আমার সাথে অনেকেই কাজ করতেন না: প্রভা

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত বিষয় নিয়ে একটা সময় খুব আলোচনায় ছিলেন তিনি। মোটকথা, সেসময়টা সুখকর ছিল না অভিনেত্রীর। ক্যারিয়ার ঠিক রাখতে নানা চড়াই-উতরাইয়ের মধ্যদিয়ে যেতে হয়েছে তাকে।

দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ-বিদেশে। বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা।

যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে।

তবে ক্যারিয়ারের উঠতি সময়ে একটি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। তবু সেই অধ্যায় কাটিয়ে ফেরেন ক্যামেরায়।

আবারও দর্শকপ্রিয়তায় উঠে আসেন। তবে মাঝে আবারও বিরতি দেন অভিনয়ে। পড়েছিলেন সিন্ডিকেটের চক্করেও। সম্প্রতি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘গসিপ অ্যান্ড গ্লিটজ’-এ হাজির হয়ে একথা বলেন অভিনেত্রী।

অভিনেত্রী প্রভা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে বলেন, ‘সিন্ডিকেট কখন গেছে, কখন এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।

প্রভা বলেন, ‘১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সাথে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না; ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com