সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
সোহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নিলো জামায়াত এক সপ্তাহে ২৪ হাজার প্রবাসী গ্রেপ্তার করেছে সৌদি সরকার ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে ঢাকা ছেড়েছেন গুতেরেস ফতুল্লায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিনের ছুটি ঘোষণা পাকিস্তান থেকে এলো আরো ২৬ হাজার টন চাল স্কুলছাত্র আয়াজ হ*ত্যায় আসামিদের দণ্ড বহাল থাকবে কি না জানা যাবে কাল

ইতিহাসের সবচেয়ে দামি ভিলেন হতে যাচ্ছেন প্রিয়াংকা চোপড়া!

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ে সিনেমায় ভিলেনদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এবং বড় বড় তারকারা এখন খল চরিত্রে পর্দায় উপস্থিত হচ্ছেন। বিশেষ করে বলিউডের সিনেমাগুলোতে এই ভিলেন চরিত্রে সুপারস্টারদের দেখা যাচ্ছে। যেমন ‘কবির সিং’, ‘কেজিএফ’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা’, ‘টাইগার’, ‘পাঠান’, ‘জওয়ান’—এ ধরনের ছবিগুলোতে খল চরিত্রের প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে।

ববি দেওল এবং সঞ্জয় দত্তের মতো বড় অভিনেতারা ভিলেনের চরিত্রে দাপট দেখাচ্ছেন। তবে তাদের সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছেন এবার এক অভিনেত্রী। সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে ‘সবচেয়ে দামি ভিলেন’ হিসেবে নাম লেখাচ্ছেন এই বলিউড তারকা।

তিনি প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমায় প্রধান ভিলেন চরিত্রে হাজির হবেন দেশিগার্ল’খ্যাত এ অভিনেত্রী। চরিত্রটিতে অভিনয়ের জন্য মোটা অংকের পারিশ্রমিক পাবেন তিনি, যা হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে ভিলেন চরিত্রের জন্য সর্বোচ্চ।

জানা গেছে, এই সিনেমার বাজেট ধরা হয়েছে ১ হাজার কোটি রুপি। ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটাই। রাজামৌলি এই ছবিতে প্রিয়াঙ্কার পারিশ্রমিক হিসেবে ৩০ কোটি রুপি নির্ধারণ করেছেন। এর আগে কোনো পুরুষ বা নারী শিল্পী ভিলেন চরিত্রে এত পারিশ্রমিক নেননি বলে দাবি পিঙ্কভিলার।

এর আগে ববি দেওল ‘অ্যানিমাল’ সিনেমার জন্য ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সঞ্জয় দত্ত ‘কেজিএফ ২’ এবং ‘লিও’ সিনেমায় ভিলেন চরিত্রের জন্য ৮-৯ কোটি রুপি নিয়েছেন। বিজয় সেতুপতি ‘জওয়ান’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে ২১ কোটি রুপি এবং সাইফ আলি খান ‘আদিপুরুষ’ সিনেমায় রাভণের চরিত্রে পেয়েছিলেন ১০ কোটি রুপি পারিশ্রমিক।

অন্যদিকে ইমরান হাশমি ‘টাইগার ৩’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com