শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ :
লক্ষ্মীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ড. ইউনূস সরকারের প্রতি এখনও আস্থা রয়েছে: শামসুজ্জামান দুদু গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের কাঁচপুরে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে সমাধান হলো রাস্তার পানি আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত সরাইলে ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর টহল দল কর্তৃক ভারতীয় চোরাচালানী প্রায় ১ কোটি ১ লক্ষ টাকার মালামাল আটক পীরগঞ্জে মাথাবিহীন এক মহিলার লাশ উদ্ধার যে ভোটাধিকারের জন্য জীবন দিতে হলো, সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি: মামুন মাহমুদ অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ৩২ নম্বরে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত

বিরতির পর ফের শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব

ক্রীড়া ডেস্কঃ দুই দিন বিরতির পর আজ থেকে ফের শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। অপর ম্যাচে চিটাগং কিংস লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে।

ঢাকা পর্বের শেষে শীর্ষে ছিল রংপুর, তলানিতে ছিল ঢাকা। সিলেট পর্ব শেষেও পরিস্থিতিটা বদলায়নি। দুই দল যথাক্রমে শীর্ষে আর তলানিতেই আছে। তবে ঢাকা এক জয় নিয়ে খাতা খুলেছে। ১৪৯ রানের রেকর্ডগড়া এক জয়ে ক্ষীণ হলেও টিকে আছে দলটার এলিমিনেটরে জায়গা করে নেওয়ার আশা।

এ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। চতুর্থ ম্যাচে সিলেটকে ৩০ রানে হারিয়েছে মিথুন-শরিফুলরা। এতে ৬ পয়েন্ট টেবিলে বরিশালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে চিটাগং কিংস। ৫ ম্যাচ খেলে বরিশালের পয়েন্ট ৬ হলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা।

বন্দরনগরীতে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার শুরুটা হচ্চে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে। আর ২৩ জানুয়ারি খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের লড়াই দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব।

এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com