শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

সর্বশেষ :
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের কাঁচপুরে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে সমাধান হলো রাস্তার পানি আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত সরাইলে ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর টহল দল কর্তৃক ভারতীয় চোরাচালানী প্রায় ১ কোটি ১ লক্ষ টাকার মালামাল আটক পীরগঞ্জে মাথাবিহীন এক মহিলার লাশ উদ্ধার যে ভোটাধিকারের জন্য জীবন দিতে হলো, সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি: মামুন মাহমুদ অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ৩২ নম্বরে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা পীরগঞ্জে আওয়ামীলীগের অফিসসহ ৭টি মুরাল গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

আদানির ব্যবসায় ধস নামানো হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ আলোড়ন সৃষ্টি করা মার্কিন আর্থিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হয়ে যাচ্ছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাথান অ্যান্ডারসন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৭ সালে প্রতিষ্ঠা হয়েছিল হিন্ডেনবার্গ রিসার্চের। দীর্ঘ ৮ বছরের পথ চলার এবারে ইতি টানতে চলেছে সংস্থা। বুধবার (১৫ জানুয়ারি) এমনটাই ঘোষণা করলেন সংস্থার প্রতিষ্ঠাতা নেট অ্যান্ডারসন

এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) আবেগঘন পোস্টে অ্যান্ডারসন জানান, গত বছরের শেষ থেকেই পরিবার, বন্ধুবান্ধব ও গোটা টিমকে আমার এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। অবশেষে হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে যে সমস্ত কাজ চলছে, তা শেষ করার পরই সংস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

গত কয়েক বছরে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় এনেছে হিন্ডেনবার্গ রিসার্চ। যদিও সংস্থার ওয়েবসাইটে একটি নোটে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট হুমকি বা ব্যক্তিগত কোনো কারণে হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করা হচ্ছে না। বরং অ্যান্ডারসন জানিয়েছেন, গবেষণার কাজে ব্যস্ত থাকতে গিয়ে জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন তিনি। পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে পারেননি।

অ্যান্ডারসনের মতে, হিন্ডেনবার্গই তার জীবনের সবকিছু নয়, একটা অধ্যায় মাত্র। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট এনেছিল হিন্ডেনবার্গ। তাদের দাবি ছিল, বিদেশে বেনামি সংস্থা খুলে ভুয়া চাহিদা সৃষ্টি করে শেয়ারের দাম চড়া করে নিজেদের শেয়ার নিজেরাই কিনে নিত। যদিও সেই রিপোর্ট মিথ্যে বলে প্রথম থেকেই দাবি করে এসেছে আদানি গোষ্ঠী। শিল্পগোষ্ঠীকে কালিমালিপ্ত করতেই হিন্ডেনবার্গ ওই রিপোর্ট দেয় বলে দাবি করে আদানিরা। হিন্ডেনবার্গের ওই রিপোর্টের পর কোটি কোটি ডলার ক্ষতিরও সম্মুখীন হয় আদানি গোষ্ঠী।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com