বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১১:২২ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক স্কুলের ব্যাগের বরাদ্দ আত্মসাৎ

শাহজাহান আলী, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ব্যাগ বিতরণ না করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ও সচিব রিয়াজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় তবকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এনামুল হক মানিক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য দুই লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ তবকপুর ইউনিয়ন পরিষদের সোনালী ব্যাংক হিসাব (নং ৫২১৭৫০২০০১০১৫) থেকে সরবরাহ করার কথা ছিল। তবে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো বরাদ্দকৃত স্কুল ব্যাগ বা সমপরিমাণ শিক্ষা উপকরণ পায়নি। বিষয়টি সাদুল্যা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদা বেগম নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, “ব্যস্ততার কারণে সঠিক সময়ে বিদ্যালয়ে বরাদ্দকৃত ব্যাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে বরাদ্দকৃত অর্থ এখনো ব্যাংকে রয়েছে এবং দ্রুতই ব্যাগ সরবরাহ করা হবে।”

উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোগদার বলেন, “ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com