বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শাহরুখের সঙ্গে গভীর সম্পর্কের অজানা গল্প জানালেন মনীষা সিদ্ধিরগঞ্জ যুবলীগের সভাপতি মতি ও তার ছেলে গ্রেফতার চীনের রাষ্ট্রদূতের ইয়াও ওয়েনের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট আবারও অব্যাহতি পাওয়া এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান উলিপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ২০২৫ কলেরার প্রকোপ কমাতে টিকার কার্যক্রম শুরু,,, দেওয়া হচ্ছে সাড়ে ১৩ লাখ টিকা ওসমানীনগরের নদীতে প্লাস্টিকের বোতল ব্যবহার পরিবেশ হুমকির মুখে নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়াঃ ডা. জাহিদ হোসেন

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ওসমানীনগর সিলেট সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ” নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার।”

অনুষ্ঠানটি ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে আয়োজিত হয়। ২( জানুয়ারী) বৃহস্পতিবার দুপুর ২.৫০ টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে ওয়াকাথন এর যাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। ওয়াকাথনে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সমাজসেবক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত। অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন ।

অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, সাধারণ সম্পাদক, ইসলামী সমাজ কল্যান পরিষদ সিলেট, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক, শেখ হাফিজ ফাউন্ডেশন, ওসমানী নগর সিলেট, মোঃ আব্দুল আলিম প্রচার সম্পাদক হজরত শাহজালাল (রাঃ) এতিমখানা ওসমানীনগর। এছাড়া উপস্থিত ছিলেন এস এম মশিউর আলম মুসা ইউসকা,মোঃ সুহেল রানা ইউসকা,মোছাঃ সান্না বেগম মোঃ শাহীন মিয়া। আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আরও অনেক।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবার মাধ্যমে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব। এ কার্যক্রমে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com