শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

“শিশু কাননের প্রতিটি শিক্ষার্থী আমার সন্তান : পরিচালক রুহুল আমিন “

মিলন মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রতিটি শিক্ষার্থী নিজের সন্তান বলে সম্বোধন করেছেন প্রতিষ্ঠানের পরিচালক রুহুল আমিন মন্ডল।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাৎসরিক ফলাফল ঘোষণা, অভিভাবক সমাবেশ ও নতুন বহুতল ভবনে পাঠদানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো পরম যত্নে পাঠদান করা হয়। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক বিকাশে বিশেষ নজর দেওয়া হয়। তাদের শেখানো হয় সাফল্যের সঙ্গে লেখাপড়া শেষে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেই চলবে না, প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যদি স্ব-স্ব ধর্ম পালন না করি তাহলে সৃষ্টিকর্তার কাছে যেমন জবাব দিতে পারবো না। তেমনি আমরা আমাদের সন্তানদের প্রকৃত জ্ঞান দানে ব্যর্থ হলেও আমাদের জবাবদিহী করতে হবে।

তাদের ভালো জ্ঞানে সমৃদ্ধ করতে পারলে তা হবে আপনার আমাদের জন্য সাদকায়ে জারিয়া। অর্থাৎ মৃত্যুর পরেও আমাতের আমলনামায় এর সওয়াব-সুফল পৌঁছাতে থাকবে। এ বিষয়টি মাথায় রেখে প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষাদান করে আসছে শিশুকানন।

শিক্ষার্থীদের জন্য তিনি বলেন, ধারাবাহিক সাফল্যের অগ্রযাত্রায় ২২ তম বর্ষে নতুন বহুতল ভবনে নব উদ্যোমে যাত্রা শুরু করলো শিশু কানান। এখানে শিক্ষার্থীদের জন্য তুলনামূলক আধুনিক সহায়ক সকল সুবিধা সম্বলিত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যা শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। সেই সাথে বিগত সময়ে কিছুটা সীমাবদ্ধতার জন্য মনখারাপ না করার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষার্থীসহ দুই সহস্রাধিক অভিভাবক অংশ নেয়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com