মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
মোঃ হাবিবুর রহমান,কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া মধ্যপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রুবিনা খাতুন (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে রুবিনার বাড়ি থেকে ১৯৭ পিস ফেনসিডিল ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।