শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ পদত্যাগ করেছেন ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো। গতকাল মঙ্গলবার ক্লাবের একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।
বিশ্বকাপ জয়ী কোচ আছেন আর্জেন্টিনার সঙ্গেই। তবে সরে দাঁড়াচ্ছেন লিওনেল মেসির দল ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো মার্টিনো।
২০২৫ সালে প্রথম বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবে ইন্টার মায়ামি। তার আগেই নাকি সরে দাঁড়াকেন ক্লাবটির কোচ!
জানা গেছে-ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ক্লাব ছাড়তে চাইছেন। এ বছরের বছরের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেন মার্টিনো। প্রথম মৌসুমেই দলকে লিগস কাপ জিতিয়ে শুরু। যদিও এবার এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডে মার্টিনোর পুরোনো ক্লাব আটলান্টার কাছে হেরে বিদায় নিয়েছে মায়ামি।
এ অবস্থায় মার্টিনো ইন্টার মিয়ামি ছাড়তে চাইছেন। পারাগুয়ের জাতীয় দলের কোচ হিসেবে ২০১১ কোপা আমেরিকায় রানার্সআপ করা কোচকে নিশ্চয়ই ছাড়তে চাইবে না মেসির ক্লাব। কিন্তু কে জানে আরও বড় প্রস্তাব হয়তো অপেক্ষায় মার্টিনোর জন্য।