শনিবার, ১২ Jul ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

পেঁয়াজের দাম নিয়ে ফের বড় দুঃসংবাদ

শেখ শহিদুল ইসলাম, খুলনা ফুলতলাঃ ভারতের পেঁয়াজ নুন্নতম বিক্রয় মূল্য ওশুল্ক কমানোর এবং বাংলাদেশ আমদানি। শুল্ক হাঁসের সিদ্ধান্ত গত মাসে দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কম ছিল। কিন্তু এখন আবার বিভিন্ন জেলায় সরবরাহ সংকটের অজুহাতে পেঁয়াজের দাম উদ্যোমুখি হয়েছে।তিন দিনের ব্যবধানে যশোর শশা ও খুলনা বেনাপোল ফুলতলা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।

বিক্রেতারা জানান, আজ বুধবার দেশি পেঁয়াজের খুচরা বাজারে বিক্রি হয়েছে, ১৪০, থেকে, ১৪৫ টাকা কেজি ধরে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে, ১১০থেকে ১১৫,টাকা, কেজি দরে যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল। ৮০,থেকে ৯০, টাকা কেজি দরে, সেই কেজি প্রতি পেয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সংকট থাকায়, শাশাঁর সবচেয়ে বড়বাজার নাভা রণে, দেশি পেঁয়াজের সংকট রয়েছে। বাড়তি দামের কারণে অনেকেই আড়তে পেঁয়াজ তুলছেন না। এদিকে পেঁয়াজের দাম বাড়ায় হতাশ খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতারা। তারা বলছেন, এভাবে বাড়তে থাকলে তাদের ভোগান্তি আরো বাড়বে। যেখান থেকে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে সেইসব জায়গায অভিযান চালিয়ে দাম নিয়ন্ত্রণে আনতে হবে। সম্প্রতি পেঁয়াজ বাজার আরোত গুলোতে প্রশাসনের বিশেষ টাক্সফোসঁ ভোক্তা অধিকার যৌথ অভিযান পরিচালনা করলেও তেমন কোনো প্রভাব পড়েনি। নাভারন বাজারে পেঁয়াজ বিক্রেতা শামসুর সিকদার জানান, সাতক্ষীরার ভোমরায়, স্থল বন্দরে অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন নির্বাচনের কারণে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ভারত থেকে কোন পেঁয়াজের চালান বাংলাদেশে আসেনি। এই কারণে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে অতি মুনাফার জন্য পাইকারি, আমদানিকারক এবং পাইকারি বিক্রেতাদের, অসাধু সিন্ডিকেট পেঁয়াজের দাম স্বাভাবিকভাবে বাড়িয়েছে। এক সপ্তাহ আগে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ ৭০,থেকে ৭৫,টাকা দরে এবং দেশি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com