মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ ফের মা হতে চলেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেনিফার লরেন্সের মুখপাত্র।
প্রতিবেদনে বলা হয়, গত ১৯ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক নৈশভোজে ৩৪ বছর বয়সি অভিনেত্রী জেনিফার লরেন্স পরেছিলেন সাদা টি-শার্টের সঙ্গে সোয়েটার। তার পোশাকের ওপর দিয়ে বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।
২০১৮ সালের জুন মাসে কুক-জেনিফারের পরিচয় হয়। অভিনেত্রীর কাছের বন্ধু লরার মাধ্যমে কুকের সঙ্গে পরিচয়। একই বছরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। তবে প্রেমের সম্পর্ক আড়ালে রেখেছিলেন জেনিফার। বিলম্ব না করে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন। একই বছরের ১৯ অক্টোবর বিয়ে করেন এই যুগল।
২০২১ সালে জেনিফার অভিনীত ‘ডোন্ট লুক আপ’ সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটির শুটিং চলার সময় দ্বিতীয়বার গর্ভপাত হয় তার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুত্র সন্তানের জন্ম দেন জেনিফার।
এর আগে গর্ভপাতের মতো কঠিন সময় নিয়ে সামাজিকভাবে সচেতনতার জন্য কাজ করেন জেনিফার। সেখানে গর্ভপাতবিরোধী আইনের প্রভাব নিয়ে ‘জুরাউস্কি ভার্সেস টেক্সাস’ নামে একটি ডকুমেন্টারি প্রযোজনা করেন তিনি। হিলারি ক্লিনটনের সঙ্গে কাজটি করেছিলেন জেনিফার।