মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি,সিলেটঃ সিলেটের বালাগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ টি গুলি সহ একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে যৌথ বাহীনি।
রোববার (৬ অক্টোবর) সকাল ১০ টায় বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বদর নগরন এলাকায় কুশিয়ারা নদী পারে উত্তোলন করা বালুর নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ওসমানীনগর অস্থায়ী সেনা কেম্প এর কেপ্টেন মুবিনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন কালারের ৪ টি গুলি সহ একটি একনালা দেশীও বন্ধুক উদ্ধার করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন যৌথ বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সহ অন্যানোরা।