শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
মোঃ নাসির উদ্দীন গাজী,খুলনা বিভাগের বূরো চীপঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।খুলনা জেলা বিএনপি ভেঙে দিয়ে খুলনাবাসী ও দলের নেতাকর্মীদের মনের আশা পূরণ করায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।
বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু তার বিবৃতি বলেন, এতদিন যারা মিথ্যা তথ্য দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিভ্রান্ত করেছে, খুলনার পরিচ্ছন্ন বিএনপির রাজনীতিকে কলুষিত করে দলীয় নেতার খুনি, বিভিন্ন হত্যা মামলার আসামি, ১০ লাখ টাকা ছিনতাইকারী, মাদকবিক্রেতা, চাঁদা ও দখলবাজ, দুর্নীতিবাজ ও লম্পট, চোর, জুয়াড়ি ও সমাজের নিকৃষ্টদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং বিএনপি ও অঙ্গ সংঘটনের নেতৃত্বে বসিয়ে সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। ত্যাগী নেতাকর্মীদের লাঞ্ছিত করে অসম্মান ও অমর্যাদা করেছে তারা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইবে।এখন তাদের কাজ হচ্ছে ভবিষ্যতে আর খারাপ কাজ না করার অঙ্গীকার করা ও খুলনা মহানগর বিএনপি গঠনে সততা ও নিষ্ঠার সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সৎ পরামর্শ দেওয়া। তা না হলে এ জঘন্য অসৎ কাজের জন্য অচিরেই তারা মহান রব্বুল আলামিনের কাছ থেকে শাস্তি পাবে ইনশাল্লাহ এবং খুলনাবাসী ও দলের কর্মীদের কাছে কালো দুষমন হিসেবে চিহ্নিত হয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি হবে ইনশাল্লাহ।
উল্লেখ্য, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, অল্পদিনের মধ্যেই কেন্দ্র খুলনা জেলা বিএনপি নতুন কমিটি ঘোষণা করবে।