রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
মোঃ নাসির উদ্দীন গাজী. খুলনা বূরো প্রধানঃ ঢাকার মূল সড়ক থেকে ‘উচ্ছেদ’ শুরু ব্যাটারিচালিত অটোরিকশা। বিভিন্ন স্থানে সড়ক চলতে দেওয়া হচ্ছে না ব্যাটারিচালিত অটোরিশা।
সিটি কর্পোরেশনের অনুমোদন না থাকলেও ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানেই অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। ফলে সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। তবে ইতোমধ্যে উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার ধানমন্ডি-৩২, পান্থপথ ও রাসেল স্কয়ারসহ বিভিন্ন স্থানে সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিশা সরিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ ফরহাদ বলেন, “প্রধান সড়কে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নগরীর রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় গত কয়েকদিন ধরে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা প্রথমে তাদের প্রধান সড়কে চলাচল না করতে অনুরোধ করছি। তারা যদি আমাদের অনুরোধ না শুনে, আমরা রিকশা জব্দ করবো।ডিএমপির ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পথচারী ও নগরবাসী।