রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃনিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ মঙ্গলবার শুরু হচ্ছে ৭৯তম সাধারণ অধিবেশন। অধিবেশনে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে।
এ বছরের অধিবেশনে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।
প্রথা অনুযায়ী, অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে উচ্চপর্যায়ের বৈঠকের সপ্তাহ, যা ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৈঠকের মাঝে ২৯ সেপ্টেম্বর একটি বিরতি থাকবে। এই বৈঠকে অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রীরা, যেখানে বিশ্বব্যাপী চলমান সংকট ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়, যার মাধ্যমে দেশগুলো একসাথে কাজ করে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করে।