রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

সর্বশেষ :
তারেক রহমানের খালাসে মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ কঠিন সময় পেরিয়ে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই: সেনাপ্রধান পলাশবাড়ীতে বিএনপি ও শ্রমিকনেতা আব্দুল মোতাল্লিব সরকার বকুলের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নগরে পরিচ্ছন্ন ভাব আনতে তারের জঞ্জাল সরানো হবে : মেয়র তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস ওসমানীনগরে এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল সাকিব এখনো জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে- বিসিবি সভাপতি ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ত্রিপুরার হাসপাতালের পলাশবাড়ীতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হুমকিতে পরিবেশ

চট্টগ্রাম কাস্টম হাউজ শনিবার  ও খোলা থাকবে

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরো
চট্টগ্রাম: সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় চট্টগ্রাম কাস্টম হাউজে শুল্কায়ন সংক্রান্ত বিভিন্ন কাজে স্থবিরতা সৃষ্টি হয়। এ অবস্থায় আমদানি ও রপ্তানিকারকদের সুবিধার্থে ছুটির দিন শনিবার চট্টগ্রাম কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস কমিশনারের পক্ষে ডেপুটি কমিশনার ইমাম গাজ্জালী স্বাক্ষরিত অফিস আদেশে শনিবার (১৭ আগস্ট) অফিস খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেওয়া হয়।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে।
পাঁচদিন পর অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয় কাস্টমস। এই সফটওয়্যারের মাধ্যমেই মূলত আমদানি-রপ্তানি হয়ে থাকে।
শুরুতে ইন্টারনেটের গতি কম থাকায় কাজকর্মে কিছুটা ধীরগতি থাকলেও পরে অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। বেশ কয়েকদিন শুল্কায়ন বন্ধ থাকায় বন্দরের ভেতরে জমে যায় বিপুলসংখ্যক কনটেইনার।
একইভাবে বেসরকারি ডিপোগুলোতে জমে যায় রপ্তানি পণ্যের স্তূপ। কাজের গতি বাড়িয়ে এ পরিস্থিতি সামাল দিচ্ছে কাস্টমস।
সংশ্লিষ্টরা বলছেন, কাস্টম হাউজ খোলা থাকলেও এদিন ব্যাংক বন্ধ থাকে। সব ধরনের শুল্ক জমা দিতে হয় ব্যাংকে, ডকুমেন্টেশনের কাজ হয় কাস্টমস হাউজে। এ অবস্থায় কাস্টমসে শুল্কায়নের কিছু কাজ আগেভাগে করে নেওয়া যাবে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, শনিবার চট্টগ্রাম কাস্টম হাউস খোলা থাকলেও ব্যাংক খোলা থাকছে না। ব্যাংক খোলা না থাকলে বিশেষ কোনও সুবিধা পাওয়া যাবে না।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com