বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
মোঃ কামাল পাঠান,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বীর মুক্তিযোদ্ধা মৃত মোহাম্মদ আলীর ছেলে সৌদি প্রবাসী তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি এমন অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল ১০টায়। সরাইল সদরের চান মনি পাড়ায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী তার দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রীকে রেখে মারা গেলে ওয়ারিশ সূত্রে তারা চারজন সম্পত্তির মালিক হয়। এক ছেলে তোফাজ্জল হোসেন সৌদি প্রবাসী, ওপর ছেলে মোহাম্মদ পিয়ারুল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরে ভাড়াটিয়া। গত কিছুদিন আগে পিয়ারুল মিয়া সম্পত্তির বন্টননামা না করিয়ে গোপনে প্রতিবেশী রফিকুল ইসলাম মিয়ার কাছে তার সম্পত্তি বিক্রি করে দেই উক্ত সূত্রে পিয়ারুল মিয়ার সম্পত্তির মালিক হই রফিকুল ইসলাম। কিন্তু রফিকুল ইসলাম দলিল করিয়ে নিয়েও সম্প্রতি দখল করতে পারেনি। সম্পত্তি দহলের জন্য রফিকুল ইসলাম পিয়ারুল মিয়াকে বারবার চাপ সৃষ্টি করলেও পিয়ারুল বাড়িতে না আসার কারণে রফিকুল ইসলাম তার জায়গা বুঝে নিতে পারেনি।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম ও তার ছেলেরা তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালায় এসময় তোফাজ্জলের স্ত্রী ও মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেই রফিকুল ইসলাম। এবং বাড়ির সাইড ওয়াল ও ঘরে থাকা আসবাবপত্রে ভাঙচুর করে।
এ বিষয়ে তোফাজ্জলের স্ত্রী তানজিনা সাংবাদিকদের বলেন জায়গা সম্পত্তি নিয়ে কোর্টে মামলা আছে এবং জায়গার উপরে ১৪৪ ধারা বলবদ আছে রফিকুল ইসলাম আইন ভেঙ্গে আমাদের উপর হামলা করেছে আমার দুটি বাচ্চা ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে আমরা আতঙ্কিত।
উক্ত বিষয়ে রফিকুল ইসলামের কাচে জানতে চাইলে হামলার কথা স্বীকার করে এবং বলেন আপনারা যা খুশি তাই লেখেন আমার কোন বক্তব্য নেই।