সোমবার, ০৭ Jul ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানাধীন কুতুবপুর ইউনিয়ন দশম শ্রেণির চার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজান কে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৩ জুন) রাতে ঢাকার মোহাম্মদপুরের সাদেক খান রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিনজন ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত মিজানুর রহমান, বরিশালের আগৈলঝাড়া উপজেলার মৃত আবু তালেব শিকদারের পুত্র।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মিজান ঢাকায় বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে আর্ট ও কম্পিউটার ক্লাস নিতেন। প্রতি শুক্রবার স্কুল বন্ধ থাকায় তিনি শিক্ষার্থীদের প্রলোভনের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যেতেন এবং সেখানে ধর্ষণ করতেন।
পুলিশ বলেন , অভিযুক্ত শিক্ষক চলতি জুন মাসের ৬, ১১ ও ২৩ তারিখে স্কুলের দশম শ্রেণির চারজন ছাত্রীকে একে একে কৌশলে ঢাকায় নিয়ে যায়। সেখানে একটি ভাড়া বাসায় তাদের একাধিকবার ধর্ষণ করেন তিনি। সর্বশেষ ২৩ জুন একজন ছাত্রীকে একই কৌশলে নিয়ে গেলে, সে ২৪ জুন কৌশলে পালিয়ে এসে পরিবারকে বিস্তারিত জানায়। তার ভাষ্য অনুযায়ী, ঢাকায় এখনো তিন বান্ধবী আটক আছে জানিয়ে সে পুলিশকে সহায়তা করে। পরে পুলিশ মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার এবং অভিযুক্ত মিজানকে গ্রেপ্তার করে।