রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ :
তারেক রহমানের খালাসে মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ কঠিন সময় পেরিয়ে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই: সেনাপ্রধান পলাশবাড়ীতে বিএনপি ও শ্রমিকনেতা আব্দুল মোতাল্লিব সরকার বকুলের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নগরে পরিচ্ছন্ন ভাব আনতে তারের জঞ্জাল সরানো হবে : মেয়র তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস ওসমানীনগরে এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল সাকিব এখনো জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে- বিসিবি সভাপতি ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ত্রিপুরার হাসপাতালের পলাশবাড়ীতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হুমকিতে পরিবেশ

গড়ে যাওয়া কর্মস্থানের উছিলায় নুরুল ইসলামকে আল্লাহ বেহেস্ত নসিব করুক

oplus_2

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি, উপজেলা স্বজন সমাবেশের প্রধান সমন্বয় ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্তর সভাপতিত্বে ও উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল এর সঞ্চালনায় কুরআন তিলাওয়াত করেন, হাফেজ মোহাম্মদ মোজাম্মেল হোসেন। শোকসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক।

বিশেষ অতিথি ছিলেন, দৌলতবাড়ি দরবার শরিফের গদ্দিনিশীন পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ, এস আই জিএম কাদের, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসহাক সরকার, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাষ্টু মিয়া,  সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ খন্দকার, সাবেক মেম্বার মোঃ আফজাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তিনি। তাহার কর্মের মাধ্যমে জীবনের পুরোটা অংশে মানবসেবা করে গেছেন। যুগান্তর সহ তাহার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সবার দায়িত্ব হলো ভালো কর্মের মাধ্যমে পরকালে তাহার নাজাতের উসিলা হওয়া।

দৌলতবাড়ি দরবার শরিফের গদ্দিনিশীন পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ বলেন, একজন ব্যক্তি ন্যায়নীতি ও আদর্শের মধ্য থেকে যদি কারো মুখে আহার তুলে দেওয়ার ব্যবস্থা করেন সেই ব্যবস্থার কারণে আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করতে পারেন। নুরুল ইসলাম দেশের কয়েক লক্ষ মানুষের মুখে আহার তুলে দেওয়া ব্যবস্থা করে গেছেন। আল্লাহ তাদের উছিলায় নুরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন।

সভাপতির বক্তব্যে এস এস কামরুল হাসান শান্ত বলেন, নুরুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবিক গুণাবলি সম্পন্ ব্যক্তি ছিলেন, তিনি শূন্য থেকে ৪৩টির অধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিজের দেশের কথা ভেবে, যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে দেশেই গড়ে তুলেছেন নানা ধরনের শিল্পপ্রতিষ্ঠান। ১৯৭৪ সালে যমুনা ইলেকট্রনিক অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় যমুনা গ্রুপের পথচলা। নিজের সফলতার পাশাপাশি পরিবারের সব মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে গেছেন। তাহার পরিবারের সবার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনার পাশাপাশি প্রয়াত নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,  স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ দুলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ শাহ্, দপ্তর সম্পাদক শ্যামল সরকার নিলয়, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ,  মোঃ মিজানুল ইসলাম, জুনাইদ মিয়া, আল আমিন প্রমুখ।

শোকসভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা ও তার পরিবারবর্গের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন দৌলতবাড়ি দরবার শরিফের গদ্দিনিশীন পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com