মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

কালিগঞ্জ লাইফ কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ইউনিটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এমপি দোলন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পাউখালি অবস্থিত লাইফ কেয়ার ডিজিটাল এন্ড হসপিটালে মানসম্মত স্বাস্থ্যসেবা বাস্তবায়নে প্রচেষ্টার অষ্টম বছর পদার্পণ  উপলক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ইউনিট শুভ উদ্বোধন অনুষ্ঠান-২০২৪। কালিগঞ্জ পাউখালী অবস্থিত লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালের পরিচালক শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের কর্মরত মেহেদী হাসানের সার্বিক সঞ্চালনায় ৬ জুলাই (শনিবার) বেলা ১২ টায় অনুষ্ঠিত উদ্বোধনী ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও পরিবেশ  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস,এম আতাউল হক দোলন এমপি তিনি বলেন সেবা নীতে আসা রোগীদের সঙ্গে প্রতারণা, অর্থ বাণিজ্য না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উন্নতি প্রযুক্তি স্বল্প খরচে আন্তরিক সেবা মাধ্যমে হাসপাতালের ডিজিটাল চিকিৎসা সেবা এগিয়ে যাক লাইফ কেয়ার এই হসপিটালটি। আমাদের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার নার্স না থাকায় এখনো আমাদেরকে গ্রাম্য ডাক্তারদের উপরে ভরসা করতে হয়। তারাই আমাদের এই গ্রাম্য অঞ্চলের রোগীদের বাঁচিয়ে রেখেছে। আমি তাদের সেবার মান বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব।
পাশাপাশি সকল পল্লী চিকিৎসক গ্রাম্য ডাক্তাররা সম্মানিত ভাতা পেতে পারে এ জন্য আমি মহান জাতীয় সংসদ পার্লামেন্টে তাদের দূর দশার কথা তুলে ধরবো। লাইফ কেয়ার হাসপাতাল নামটি অনেক সুন্দর এখানের পরিবেশটাও অনেক সুন্দর। এজন্য অত্যাধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীরা কোন ভাবেই যেন কষ্ট না পায় রোগীদের সুন্দর ব্যবহার মাধ্যমে আপনাদের হসপিটাল সামনের দিকে এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা। এ সময় সম্মানিত অতিথির  মূল্যবান বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন তিনি বলেন  আমাদের ২ লক্ষ ৬৮ হাজার জনসংখ্যার জন্য কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যা ডাক্তার না থাকায় সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয। অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে সকল মানুষের দ্বার গড়াই পৌঁছাই যাক স্বল্প খরচে ভালো চিকিৎসা নিতে পারে সাধারণ মানুষ এটাই ক্লিনিক হাসপাতালে দায়িত্ব। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন  অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক নাজিমুল ইসলাম নাজমুল,ভাইস চেয়ারম্যান মহিলা ফারজানা শওকত আফি, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল এ্যাসোসিয়েশন ও ডায়াগনস্টিক সেন্টার সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,সহ সভাপতি আক্তারুজ্জামান মুকুল হোসেন, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান জাফল আলম বাবু, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক  নিয়াজ কওছার তুহিন,সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন , দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ, বিশিষ্ট সমাজসেবক আজিজ আহমেদ পটু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুলাল বিশ্বাস, নুরুজ্জামান টুটুল, সাংবাদিক মেহেদী হাসান মারুফ, কালিগঞ্জ থানার গোয়েন্দা সংস্থার সদস্য  ডিএসবি রমজান আলী, কালিগঞ্জ প্রত্যায় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম,গ্রাম্য পল্লী চিকিৎসক
ডাঃ বিজয় কুমার ঘোষ, আব্দুল কাদের, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমীন, বাগ বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল, যুবলীগ নেতা রেজাউল করিম রেজা, প্রমুখ সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পল্লী চিকিৎসক, সুধীজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উক্ত প্রতিষ্ঠানের ল্যাব কর্মরত সাইফুল ইসলাম ও গীতা পাঠ করে সুশান্ত

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com