বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১২) নামে হাফিজিয়া পড়ুয়া এক মাদ্রাসার শিশু ছাত্রের মর্মান্তিক অকাল মৃত্যু হয়েছে। সে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পুরাতন বাজার খোলা গ্রামের স্টেশনারি ব্যবসায়ী শাহাজান হোসেনের পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২২মে) বেলা আনুমানিক সাড়ে ১২ টায় বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎপৃষ্ট হয়।পরবর্তীতে দ্রুত তাকে নিকটবর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। নিহত ইসমাইল হোসেন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। ইতিমধ্যে নিহত ইসমাইল হোসেন পবিত্র কুরআন শরীফের তিনপারা হেফজ সম্পন্ন করেছে বলে জানা গেছে। চার ভাই বোনের মধ্যে সে সকলের ছোট।তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে।