শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

নতুন গান নিয়ে আসছেন লায়লা ও কামরুজ্জামান রাব্বি।

শাহীন আলম সিলেট থেকে:-  ১৭ই মে ২০২৪, শুক্রবার আসছে জনপ্রিয় কন্ঠশিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও। গানটির শিরোনাম “প্রেম করিবো সুজন চিনে”। জনপ্রিয় গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী লেখক মানিক চাঁনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাহিদুল হক ও রুহুল আমিন জীবন।

এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী হাছিব খান শান্ত ও প্রিয়া। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাহিদুল হক। ১৭ই মে ২০২৪, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা বাজে গানটি Manik Chan ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানা গেছে। গান প্রসঙ্গে কন্ঠশিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বি বলেন, চমৎকার কথামালা ও সুরে সম্পূর্ন গানটি নির্মিত হয়েছে।

সেই সাথে উভয় গানের গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী মানিক চাঁনকে অসাধারন এই গানটি রচনা করার জন্য আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। আশাকরছি, গান ও ভিডিও সবার কাছে ভাল লাগবে। পরিচালক নাহিদুল হক বলেন, কথার সঙ্গে মিল রেখে মনোরম পরিবেশে গানটির ভিডিও নির্মান করা হয়েছে।

আশাকরছি সব শ্রেনীর মানুষ গানটি পছন্দ করবেন। গানটির গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী মানিক চাঁন গানটি প্রসঙ্গে বলেন আমার লেখা গান ইতিমধ্যে দেশের সুনামধন্য শিল্পী মনির খান, তসিবা,সহ আরো অনেকে গেয়েছেন এবার লায়লা ও রাব্বি গেয়েছে প্রেম করিবো সুজন চিনে আসার করি দর্শকদের ভালো লাগবে গানের কথা ও সুর খুবই চমৎকার। আমি সবসময়ই আমার দর্শকদের কথা চিন্তা করেই গান লেখি আগামীতেও লেখবো ইনশাআল্লাহ।।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com