অগ্নিশিখা অনলাইন
- ৬ মে, ২০২৪ / ২২৩ জন দেখেছে
কুষ্টিয়ার মিরপুরে ১টি করে ব্রিজ,কালভার্ট ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন কুষ্টিয়া ০২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য কামারুল আরেফিন এমপি।
গতকাল সোমবার (০৬ মে) সকালে মিরপুর উপজেলার কুর্শা ও আমবাড়িয়া ইউনিয়নে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।উন্নয়ন কাজগুলো হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিন উপজেলা ও ইউনিয়ন সড়কে অনুর্দ্ধ ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্প এর আওতায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন সাগরখালী নদীর মাঝিহাট হাইস্কুল গেট – নিচপাড়া নুরুল মোল্লার বাড়ী সড়কে ৪২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ,মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় আমবাড়ীয়া ইউনিয়ন ভেদামারী খালের উপর নির্মিত বিএডিসি কালভার্ট ও কুর্শা ইউনিয়ন বালুরচর মোড় হোসেনপুর ভায়া নলকোলা সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ডিএমপি কমিশনার শফিকুল হক,কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আজম,মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন মূসা,সহ-সভাপতি হানিফ আলী,সাধারণ সম্পাদক ও আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আহম্মদ আলী প্রমূখ।