শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
মোঃ রাজিব জোয়ার্দ্দার, সিনিয়র রিপোর্টারঃ
পাবনা ঈশ্বরদীতে জমি কিনা নিয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ভিকটিম রিনা বেগম জানান ২৮ এপ্রিল বিকাল ৫ টার সময় জয়নগর সোনালী ব্যাংক শাখা থেকে নগদ ৪,৭০,০০ টাকা উত্তোলন করে ঈশ্বরদী মানিক নগর, আমার বাড়িতে যাওয়া পথে পূর্ব শত্রুতার জের দধে মোঃ মাসুম, মোঃ আরিফ মহলাদার, মোঃ রফিক প্রাং, মোঃ শাকিল প্রাং,মোঃ শামীম প্রাং সহ অজ্ঞাতনামা আরো ২/৩/ জন।
বে আইনী জনতায় দলবদ্ধ হয়ে লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার পথ রোধ করে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমাকে মারধর করে এবং আমার কাছে থাকা সকল টাকা নিয়ে যায়। পরবর্তীতে আমার ঈশ্বরদী থানায় মামলার জন্য গেলে, সে খানে মামলা নেওয়া হয় না, বলে জানান ভিকটিম রিনা বেগম।
পরবর্তীতে থানায় যাওয়ার জন্য হুমকি এবং বাড়িঘর ভাঙচুর করেন, মাসুম, আরিফ মহলাদার, রফিক, শাকিল,শামীম।