রবিবার, ২০ Jul ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
দুর্নীতি, চাঁদাবাজি ও মবসন্ত্রাস দমন করার দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ সদর থানা ১৩ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ  নারায়ণগঞ্জ সদর থানা অটো চালকদের কাছ থেকে চাঁদাবাজি,গ্রেফতার করেছে পুলিশ চাঁদাবাজ ভূমিদস্যু ও দখলবাজদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করছে ভুক্তভোগী শাহাব উদ্দীন দুই জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সরাইল হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সেই নান্নু নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে গ্রে’প্তার নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন ও সুন্দর  গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান অধিকাংশ রাজনৈতিক দল বলছে, নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: নুর বেদখল হওয়া জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান

তদন্তে ১০ দিনের আলটিমেটাম, এক সপ্তাহ পর ক্লাসরুমে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে ১০ দিনের আলটিমেটাম দিয়ে ৭ দিন পর নিজ নিজ ক্লাসে ফিরেছেন বিভাগের সব ব্যাচের শিক্ষার্থী।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এই আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে ফিরে যান। তবে ১০ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে বিচার প্রক্রিয়া শুরু না হলে আবারো ক্লাস বর্জন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমরা বিশ্ববিদ্যালয়কে স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই, আগামী ১০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে বিচারিক প্রক্রিয়া এগিয়ে না নেয়, অথবা এতে কোনোরূপ অবহেলা, পক্ষপাতিত্ব অথবা স্বচ্ছতার ঘাটতি পরিলক্ষিত হয়, অথবা কোনো মহল বিচারপ্রক্রিয়াকে কোনোভাবে প্রভাবিত করছে বলে প্রতীয়মান হয়, তাহলে নিপীড়নবিরোধী এবং স্বচ্ছ বিচার প্রশ্নে আপসহীন গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থীরা নিরপেক্ষ নির্মোহ স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে পুনরায় ক্লাস বর্জন করে আন্দোলনে ফিরতে বাধ্য হবে।

এর আগে গত সপ্তাহের শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বিভাগের এক শিক্ষার্থীর অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ দিলে রবিবার থেকে ক্লাস বর্জন করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে গত সপ্তাহের সোমবার বিশ্ববিদ্যালয় থেকে নাদির জুনাইদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলনের জন্য তাদের একাডেমিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না এমন লিখিত নিরাপত্তার আশ্বাস চান বিভাগের চেয়ারম্যানের কাছে।

পরে গত সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে বিভাগের একাডেমিক কমিটির বৈঠক শেষে শিক্ষার্থীদের একাডেমিক নিরাপত্তা দেওয়া হবে এমন লিখিত আশ্বাস দেন বিভাগের চেয়ারম্যান। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আজ রবিবার থেকে রুটিন অনুযায়ী ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com