শনিবার, ১২ Jul ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

নাভারণে একতা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্য: গড়ে তুলেছেন আলিশান বাড়ি 

নাভারণে একতা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্য: গড়ে তুলেছেন আলিশান বাড়ি

 

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার নাভারণে একতা বেকারী নামের এক প্রতিষ্ঠানের নামে অস্বাস্থ্য ও নোংড়া পরিবেশ সহ নানা হয়রানি মুলক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কাওছার আলী নামে ওই বেকারির মালিক নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্য পণ্য তৈরি ও সরবরাহ করলেও খোঁজ রাখেনা স্থানীয় ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

 

বুধবার (১৯ অক্টোবর) সকালে শার্শার নাভারণ রেলস্টেশনের পাশে অবস্থিত একতা বেকারীতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেকারির ভিতরে চারিদিকে নোংড়া স্যাতস্যেতে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাসি খাবারে তৈরিকৃত রুটি, টোস, কেক সহ বিভিন্ন পণ্য। ময়লা দূর্গন্ধে খাবারের চারিদেক মাছি ভনভন করছে। খাবারের পাশেই শুয়ে আছেন বেকারীর এক কারিগর।

 

এমন পরিস্থিতিতে সাংবাদিকরা ছবি নিতে চাইলে বেকারির মালিক কাওছার আলী সহ কর্মরত নারী-পুরুষ কর্মচারীরা বাঁধা সৃষ্টি করে।

 

স্থানীয় ভাবে এই একতা বেকারির খাদ্য পণ্য ক্রেতা ও বিক্রেতারা জানান, এখানে তৈরিকৃত রুটি, পাউরুটি, কেক, বিস্কুট গুলো খেতে বলিযুক্ত এবং ময়লার নমুনা পাওয়া যায়। যা ছোট বড় সকলের জীবনের জন্য হুমকিস্বরূপ। তাছাড়া মাঝে মাঝে বাসি খামির বা নষ্ট বিস্কুট ও অন্যান্য পণ্য দিয়ে টাটকা খাবার বানিয়ে বিক্রি করেন এই একতা বেকারির মালিক।

 

স্থানীয়রা আরো বলেন, অবৈধভাবে গড়ে উঠা এই বেকারি চালু রাখতে সাংবাদিক ও উপর মহলে বড় অংকের মাসোহারা দিয়ে একযুগেরও বেশি সময় ধরে তিনি এই একতা বেকারি চালিয়ে আসছেন। শুধু তাই নয়। অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে এই বেকারি চালিয়ে বেকারির মালিক ইতোমধ্যে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। যা দেখে স্থানীয়দের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

 

অবৈধভাবে বেকারি চালু রাখা এবং এখানে অস্বাস্থ্যকর পরিবেশে তার এই পণ্য তৈরির বিষয়ে জিজ্ঞেসা করলে বেকারি মালিক কাওছার আলী বলেন, এখানকার স্থানীয় সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করা আছে আমার। লেখালেখি করে কিছুই হবেনা। আপনারা যা পারেন করে নেন, যা লিখবেন লেখেন। জরিমানা হলে হোক টাকা দেওয়ার অভ্যাস আছে।

 

  1. এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, একতা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হওয়ার বিষয়ে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com