বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

সর্বশেষ :
অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ জন মাদকসেবী আটক নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা একজন জন মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মোটরসাইকেল চালক নিহত নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে,মানববন্ধন কাউন্সিলর আঞ্চলিক অফিস নির্মাণের সাইনবোর্ড টাঙ্গিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি দখলের পাঁয়তারা অবৈধ লিকেজ গ্যাস লাইনে ব্যাপক বিস্ফোরণ, দুই শিশুসহ আহত (৪)জন নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)এর যোগদান “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীনব ও সম্পদের ক্ষতি “ নারায়ণগঞ্জের সদর থানার পুলিশ মাদকসহ হাতে-নাতে দুই নারীকে গ্রেফতার করে

সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ আমির হোসেন ওরফে সনেট ও সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

সোমরার (৫ মে) দুপুর ১২ দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

এর আগে রবিবার ০৪ মে রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করাহয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আমির হোসেন ওরফে সনেট (৩৫), সে নারায়ণগঞ্জের খানপুর এলাকার মোঃ গিয়াসউদ্দিনের ছেলে। ও মোঃ সজীব (৩৩) একই থানার গোপাল রায়ের ছেলে । তারা উভয় খানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ সদস্য একেএম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত । তারা আজমেরীর ছত্রছায়া থেকে খানপুর এলাকায় মাদক, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।

পুলিশ সুত্রে জানা গেছে, গতরাতে থানা পুলিশের (এএসআই) ইলিয়াস সঙ্গী ফোর্স নিয়ে রাউন্ড ডিউটি করাকালীন সময়ে গ্রেফতারকৃতদের সন্দেহ হলে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করে। তখন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর জন্য পিস্তল তাক করেন। একপর্যায়ে পুলিশের অতিরিক্ত ফোর্সের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, আটকৃতরা খানপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে। এদের গ্রেপ্তার করতে গেলে পুলিশকে গুলি করার চেষ্টা করে। তাদের কাছ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি দেশী নাকি বিদেশি এখনও নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com