মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক পথচারী নিহত হয়েছে সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন হত্যাকাণ্ডের আসামী সুমনকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ যে দলের প্রধানই পালিয়ে গেছে, যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র হরণ করে পালিয়েছে : ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থীতা বাতিলের দাবীতে এক টেবিলে বসেছেন মহানগর বিএনপিসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের নাশকতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের চেকপোস্ট ও  টহল আমি ক্লিন ইমেজের তাই আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে – শাহআলম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাঙ্গারী ব্যবসায়ী রাকিব হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

প্রবাসী সন্তানের লাশ শেষ বারের মতো দেখার ইচ্ছে মা বাবার

মোঃআরিফ খান (জয়) পাবনা থেকেঃ

অভাব অনটনের সংসারে হাল ধরতে ৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে দাশপাড়া নিবাসি মোঃ খলিল মোল্লার বড় ছেলে মোঃরাকিবুল ইসলাম রাসেল( ২৮)। কাজও করছিলেন বেশ ভালোই কিন্তু হঠাৎ ১০ মে ২০২২ পরিবারের সকলের সাথে কথা বলে ছিলেন। তার পরে আর পরিবারের কেউ যোগাযোগ করতে পারেনি। ঠিক তার দুই দিন পড়ে সৌদি আরব থেকে তার মৃত্যুর খবর আসে। রাকিবুল ইসলাম রাসেল নাকি গলায় ফাঁস নিয়ে আত্মাহত্যা করেছেন। রাসেলের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। রাসেলের সাথে একই রুমে থাকেন আমির ইন্ডিয়ান কামরুল ইন্ডিয়ান রাসেদ পাকিস্তানি তারা রাসেলের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। টাকা চাওয়াতে এক পরজায় কথা-কাটাকাটি হয়। এবং এ-ই কারণে তাকে হত্যা কারা হয়েছে বলে পরিবারের দাবি। তার মরদেহ দেশে আনতে চায় পরিবার। কিন্তু তার মরদেহ দেশে আনতে আড়াই লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন সৌদি প্রবাসী এক নিকটাত্মীয়। ছেলেকে দেশে আনতে টাকার জন্য পাগলের মতো ঘুরছে রাকিবুল ইসলাম রাসেলের বাবা মা।

জানা যায়, অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে প্রায় ৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রাকিবুল ইসলাম রাসেল সেখানে গিয়ে একটি কোম্পানিতে কাজ করে ভালোই উপার্জন করছিল তিনি।

গত ১২ মে ২০২২সৌদি আরবের থেকে তার মৃত্যুর খবর আসে তার লাশ বর্তমানে দাম্মাম হাসপাতালে তার লাশ মর্গে আছে।

রাসেলের মৃত্যুর খবর বাবা মায়ের কাছে পৌঁছে দেন সৌদি আরবের একই সঙ্গে থাকা তার রুমমেট। মরদেহ দেশে আনতে আড়াই লাখ টাকা প্রয়োজন বলে জানান তার বাবা খলিল মোল্লা।

তার বাবা আরও জানান, জীবিকার সন্ধানে গত ৬ বছর আগে রাসেল অনেক টাকা দিয়ে সৌদির আরবে পাঠায় সেখানে কাজ করে বেশ ভালই উপার্জন করছিল সে। গত ১০ মে রাতেও বাড়িতে কথা বলেছে। এমন পরিস্থিতিতে তার মরদেহ এখন দেশে আনতে শুনছি আড়াই লাখ টাকা লাগবে। এত টাকা তো এই পরিবার কোনোভাবেই দিতে পারবে না। তার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এবং রাসেলের লাশটা যেন দেশে আনার ব্যবস্থা করা হয়। এমনটাই তার এলাকায় বাসীর দাবি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com