শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ :
বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন

অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা

নিজস্ব প্রতিনিধিঃ-

ঢাকা শাহবাগ থানার এস আই প্রশান্ত বাদী সহিদুল থেকে অনৈতিক সুবিধা নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মিথ্যা প্রতবেদন দাখিল করে। আওয়ামী ফ্যাসীবাদী বরিশাল্ল্যা সহিদুল রহমান  মধ্য কামদেবপুর গ্রামের নলসিটি থানার জয়নাল আবেদীন হাওলাদারের ছেলে নাকি আওয়ামীলীগের প্রতিষ্টাতা শেখ মজিবুর থেকে বড় নেতা। শেখ মজিবুর রহমান থেকে বেশি ভুমিকা সে রেখেছে বলে তার দাবী। সহিদুল সাবেক ডিআইজি হাবিব ও সারোয়ারের প্রভাব খাটিয়ে অনেক অপকর্ম করেছে ফ্যাসীবাদী আওয়ামিলীগ আমলে। এরা একটি সংবদ্ধ প্রতারক চক্র, এই দলে আছে ভেসপা রিপন, আলাউদ্দীন কালু, পুলিশের চাকুরীচুত্য কন্সটেবল আবু হাসান মাসুদ, টুপি বিক্রিতা আকরাম সহ আরও অনেকে। এখনও অসহায়দের উপর চলছে শোসন, অত্যাচার, নীপিড়ন ও নির্যাতন। এই চক্রের বিরুদ্ধে আর কত নিউজ হলে প্রশাসন  তাদের  বিরুদ্ধে ব্যবস্থা নিবে?  নারায়গঞ্জের ডিসি এসপিকে মেনেজ করে এই চক্র দিয়ে আকাম-কুকাম করছে। মোঃ শহিদুল রহমান শাহবাগ থানার এস আই প্রশান্তকে অনৈতিক সুবিধা দিয়ে তথ্য গোপন করে মিথ্যা প্রতিবেদন করে আদালতে প্রেরন করেছে বলে তথ্য প্রমান পাওয়া যায়।
এ ব্যাপারে এস আই প্রশান্ত বলে, আমি স্বাক্ষীর কথার ভিত্তিতে প্রতিবেদন দিয়েছি, আমি নিরপেক্ষ স্বাক্ষী নিয়েছি। তদন্তে বিবাদীকে ডাকার বিধান নাই বলে জানায় এস আই প্রশান্ত।
শাহবাগ থানার ওসি খালিদ বলে, আমি এখন একটু ব্যস্ত আছি, আপনারা সময় করে ফ্রি থাকার সময় আসেন, আমি ব্যপারটি দেখব।
ভুক্তভোগী বলে, ঘটনার তারিখ ও সময়ে আমি ঢাকাই যাই নাই, আমি সকালে ঘুম থেকে উঠি সকাল ১০ টার পর, কিভাবে ১০টায় ঢাকা গেলাম। সংবাদ প্রকাশে ও পুর্ব শত্রুতার জেড়ে আমার ও আমার কেমেরাম্যানের নামে মিথ্যা মামলা দিয়েছে এবং এস আই প্রসান্তকে অনৈতিক সুবিধা দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরন করে। এস আই প্রশান্তের বিরুদ্ধে ডিএমপির পুলিশ কমিশনারের নিকট অভিযোগ করব আমরা, অসত পুলিশের বিচার করার জন্য আমরা আইনত ব্যবস্থা করার জন্য আবেদন করব শীঘ্রই।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com