বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
মা বাবার কবরের পাশেই পরপারের বাসিন্দা হলেন আব্দু রহমান খান ওমর আমরা মওদুদী ইসলাম এর অনুসারী নই : সালাউদ্দিন আহমেদ “ঢাকা রেশনিং কর্তৃক ও এম এস ডিলার নিয়োগে অনিয়ম” পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ জন মাদকসেবী আটক নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা একজন জন মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মোটরসাইকেল চালক নিহত নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে,মানববন্ধন কাউন্সিলর আঞ্চলিক অফিস নির্মাণের সাইনবোর্ড টাঙ্গিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি দখলের পাঁয়তারা

কাউন্সিলর আঞ্চলিক অফিস নির্মাণের সাইনবোর্ড টাঙ্গিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি দখলের পাঁয়তারা

{"capture_mode":"AutoModule","faces":[]}

বিপ্লব হোসেন (ফারুক) 

কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল মৌজায় রাষ্ট্রীয় ১ নং খতিয়ানের ২২০ দাগের মোট ভূমির পরিমাণ ১০ শতাংশ জিরানী  কাশিমপুর রাস্তা সংলগ্ন বহু মূল্যবান জায়গা কাউন্সিলর

আঞ্চলিক অফিসের সাইনবোর্ড টাঙ্গিয়ে প্রতারণামূলক ভাবে দখলে পায়তারা করছে, একদল ভূমিদস্য এ ব্যাপারে সচিব জাহিদ হাসানের নিকট জানতে চাইলে তিনি সাব জানান বর্তমান কাউন্সিলর সচিব সুমা ম্যাডামের সাথে কথা বলতে পরবর্তীতে সুমা ম্যাডামের মোবাইল নাম্বার সংগ্রহ করে মুটোফোনে কথা বলে তাহার নিকট জানতে চাইলে কাউন্সিলর সচিব সুমা  জানিয়েছেন এ ব্যাপারে এখন কাশিমপুর ভূমি অফিসে একটি অভিযোগ আছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে কাশিমপুর ভূমি অফিসে কর্মরত সহকারি ভূমি কর্মকর্তার শরণাপন্ন হইলে তিনি এ ব্যাপারে  ভূমি দখলের বিষয়টি সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিস নির্মাণের বিষয়টি সিটি কর্পোরেশন কর্মকর্ত নিকট জানতে চাইলে তিনি অবগত নয় বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্মকর্তা।বর্তমানে উল্লেখিত ভূমিতে ১০-১২ জনের একটি নির্মাণ  শ্রমিক দল দিবা রাত্রি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় এখানে চলছে আলো আঁধারের খেলা,, এ রিপোর্ট লেখা পর্যন্ত রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার্থে সংশ্লিষ্ট  ভূমি কর্মকর্তাদের প্রয়োজনীয়  উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে উদাসীনতা বলে মনে হচ্ছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com