রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ :
পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ জন মাদকসেবী আটক নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা একজন জন মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মোটরসাইকেল চালক নিহত নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে,মানববন্ধন কাউন্সিলর আঞ্চলিক অফিস নির্মাণের সাইনবোর্ড টাঙ্গিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি দখলের পাঁয়তারা অবৈধ লিকেজ গ্যাস লাইনে ব্যাপক বিস্ফোরণ, দুই শিশুসহ আহত (৪)জন নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)এর যোগদান “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীনব ও সম্পদের ক্ষতি “

যেভাবে তৈরি করবেন মগজের কাটলেট

লাইফস্টাইল ডেস্ক: খাবারের তালিকায় মগজের পদ মানেই একটু ভিন্ন স্বাদ ও বিশেষ আয়োজন। মগজের ঝাল ফ্রাই বা ভুনা তো খাওয়াই হয়। তবে মগজের কাটলেট খেয়ে দেখেছেন কখনো? গরু বা খাসির মগজের নরম, মোলায়েম টেক্সচার আর মশলার মিশ্রণে তৈরি মগজের কাটলেট রিচ, ক্রিমি ও ভীষণ সুস্বাদু। এই কাটলেট মুখে দিলেই যেন গলে যায়, আর প্রতিটি কামড়ে পাওয়া যায় এক অনন্য স্বাদের অভিজ্ঞতা।খুব বেশি ঝামেলা ছাড়াই সহজ উপকরণে বানিয়ে ফেলতে পারেন দারুণ এই পদটি। চলুন জেনে নিই কীভাবে।

উপকরণ
মূল মিশ্রণের জন্য:

গরুর সেদ্ধ মগজ – ১ কাপ
সেদ্ধ আলু – ২টি
পাউরুটি – ৪-৫ টুকরো (দুধে ভিজানো)
দুধ – আধা কাপ
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
পুদিনা পাতা কুচি – ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া – ½ চা চামচ
কাঁচামরিচ কুচি – ১ চা চামচ
পেঁয়াজ কুচি – ২-৩টি
গরম মসলা গুঁড়া – ১-২ চা চামচ
জিরা গুঁড়া – ½ চা চামচ
জায়ফল গুঁড়া – ¼ চা চামচ
টমেটো কেচাপ – ২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
ভাজার জন্য প্রস্তুত করা:
ফেটানো ডিম – ২টি
ময়দা – আধা কাপ
বিস্কুটের গুঁড়া – আধা কাপ
তিল – ১ চা চামচ
ভাজার জন্য তেল – প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি: প্রথমে তেল, ময়দা, ডিম এবং বিস্কুটের গুঁড়া বাদ দিয়ে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিন।মিশ্রণটি ঢেকে রেখে দিন ১০ মিনিটের জন্য। এরপর মিশ্রণ থেকে ইচ্ছেমতো কাটলেটের আকার তৈরি করুন।প্রতিটি কাটলেট প্রথমে ময়দায় গড়িয়ে নিন, তারপর ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে মাখিয়ে নিন।গড়া কাটলেটগুলো একটি ট্রেতে সাজিয়ে নরমাল ফ্রিজে ১০-১৫ মিনিট রেখে দিন।এবার মাঝারি আঁচে ফ্রাইপ্যানে তেল গরম করে বাদামি রঙ হওয়া পর্যন্ত কাটলেটগুলো ভাজুন।ভাজা শেষে গরম গরম কাটলেটের ওপরে তিল ছিটিয়ে দিন।গরম গরম মগজের কাটলেট পরিবেশন করুন পছন্দের সস বা কেচাপের সঙ্গে। অতিথি আপ্যায়ন বা বিকেলের নাস্তার জন্য এটি দারুণ একটি সংযোজন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com