বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ :
মা বাবার কবরের পাশেই পরপারের বাসিন্দা হলেন আব্দু রহমান খান ওমর আমরা মওদুদী ইসলাম এর অনুসারী নই : সালাউদ্দিন আহমেদ “ঢাকা রেশনিং কর্তৃক ও এম এস ডিলার নিয়োগে অনিয়ম” পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ জন মাদকসেবী আটক নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা একজন জন মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মোটরসাইকেল চালক নিহত নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে,মানববন্ধন কাউন্সিলর আঞ্চলিক অফিস নির্মাণের সাইনবোর্ড টাঙ্গিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি দখলের পাঁয়তারা

বিশ্বের অজানা ১৫টি মজার তথ্য

বিশ্বজুড়ে জানা-অজানা কত তথ্যই রয়েছে। অজানা তথ্য জানা কৌতুহলী মানুষের অভাব নেই। অনেকেই এসব তথ্য জেনে চমকে উঠেন। আসলেই এমনটা হয়! এটাও সম্ভব! পৃথিবীজুড়ে এতো কিছু হয়! এমন অবাকসূচক অনুভূতিও প্রকাশ করেন। এসব তথ্য জানলে মানুষের সাধারণ জ্ঞানও বাড়ে। অন্যের সঙ্গে গল্পে বসলে এই মজার তথ্যগুলো শেয়ারও করতে পারেন। নিজেকে জ্ঞানী ব্যক্তি হিসেবে উপস্থাপন করারও সুযোগ থাকে।

 

বিশ্বের অজানা মজার ১৫টি তথ্য নিয়েই থাকছে আজকের আয়োজন_

 

  • হিমবাহ হচ্ছে তুষারের নদী। যা হালকা বরফ এবং গ্রীষ্মকালেও খুব বেশি গলে যায় না। তাই তুষারের নদী চিরকাল টিকে থাকে। এই হিমবাহ বিশ্বের প্রায় ৬৯ ভাগ সুপেয় পানি ধরে রেখেছে।
  • পৃথিবীতে বাতাস প্রবাহিত হয় নির্দিষ্ট গতিতে। যার মধ্যে সবচেয়ে দ্রুত প্রবাহিত বাতাসের গতি ২৫৩ মাইল।
  • আমেরিকায় অবস্থিত রয়েছে হাওয়াই রাজ্য। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের ৫০তম অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই  অন্তর্ভুক্ত হয়। এই রাজ্য থেকে বিশ্বের সবচেয়ে চমৎকার রংধনু দেখা যায়।
  • গ্রীনল্যান্ডে বরফের ১.৪ কিলোমিটার নিচে জীবাশ্ম আকারে বৃক্ষরাজি আছে।
  • পৃথিবীর বুকে জীববৈচিত্র্যের অন্যতম স্থান সমুদ্রের তলদেশ। ২০২০ সালে সমুদ্র তলদেশে প্রায় ৪০০ প্রজাতির নতুন জলজ প্রাণীর সন্ধান পাওয়া গেছে।
  • হিমালয় পর্বতমালা এশিয়ার এমন একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা যায়, বর্তমানে হিমালয়ের উচ্চতা ২৯০৩১.৬৯ ফিট। ১৮৫৬ সালের এর উচ্চতা ছিল ছিল ২৯০০২ ফিট।
  • বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন গবেষণা হয়। এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রজাতির ফুলের রঙও বদলে গেছে।
  • বিশ্বে প্রতি সেকেন্ডে চারটি শিশুর জন্ম হয়।
  • বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় পানীয়ের মধ্যে একটি হচ্ছে কোকাকোলা। তবে আপনি জানেন কি, উত্তর কোরিয়া ও কিউবা এই দুই দেশে কোকা কোলা বিক্রয় হয় না।
  • ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ১৮৫০ সালে যুক্তরাষ্ট্রের ৩১তম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য। আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য। তবে আপনি জানেন কি, বিশ্বের সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাড়ালে ক্যলিফোর্নিয়ায় জায়গা হয়ে যাবে।
  • অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বিশ্বে জমজ সন্তান জন্ম দেওয়ার মাত্রা বেড়েছে।
  • ঝাল পরিমাপক যন্ত্র স্কোভাইল স্কেলের তথ্য অনুযায়ী, ড্রাগন ব্রেথ মরিচে ঝালের মাত্রা ২.৪৮ মিলিয়ন পানির ফোটার সমপরিমাণ। এই মরিচ এতটা ঝাল, যা মৃত্যুর কারণও হতে পারে।
  • বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইন্দোনেশিয়ার জনগণ সবচেয়ে খাটো আকৃতির হয়ে থাকে।
  • জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক দেশ স্বাক্ষর করেছে।
  • অ্যান্টার্কটিকায় এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা ছিল -১৪৪ ডিগ্রি ফারেনহাইট।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com