বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

সর্বশেষ :
অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ জন মাদকসেবী আটক নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা একজন জন মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মোটরসাইকেল চালক নিহত নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে,মানববন্ধন কাউন্সিলর আঞ্চলিক অফিস নির্মাণের সাইনবোর্ড টাঙ্গিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি দখলের পাঁয়তারা অবৈধ লিকেজ গ্যাস লাইনে ব্যাপক বিস্ফোরণ, দুই শিশুসহ আহত (৪)জন নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)এর যোগদান “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীনব ও সম্পদের ক্ষতি “ নারায়ণগঞ্জের সদর থানার পুলিশ মাদকসহ হাতে-নাতে দুই নারীকে গ্রেফতার করে

পিপিপির আওতায় মাতারবাড়িতে হবে এলএনজি টার্মিনাল

অগ্নিশিখা প্রতিবেদক: পিপিপির আওতায় কক্সবাজারের মাতারবাড়িতে ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল নির্মাণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে কক্সবাজার জেলার মাতারবাড়িতে ৭.৫ মিলিয়ন টন পার অ্যানাম (১০০০ এমএমএসসিএফডি রি-গ্যাসিফিকেশন ক্ষমতা) একটি এলএনজি টার্মিনাল নির্মাণ কাজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি ) ভিত্তিতে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন অনুযায়ী প্রকল্পটি অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য প্রতীয়মান হয় এবং প্রকল্পটিতে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বিধায় প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি তাতে নীতিগত অনুমোদন দিয়েছে। জাইকা কর্তৃক প্রণীত মাস্টার প্লান অনুযায়ী মাতারবাড়িতে ৪৫.২৩ হেক্টর জমিতে এই এলএনজি টার্মিনাল নির্মিত হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com