বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জ জেলার ‘ক’ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার সাব-ইন্সপেক্টর ইয়াছিন আরাফাত সঙ্গীয় ফোর্স সহ ২৮/১০/২০২৫ তারিখে ফতুল্লা মডেল থানাধীন ধর্মগঞ্জ সাকিনস্থ পাকাপুল জাগরণী ক্রীড়া চক্র ক্লাব এ উপস্থিত হয়ে দেখতে পান যে, একজন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় জনগণ মারধর করে আটক করে রেখেছে। অতঃপর জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি নিজের নাম-ঠিকানা-১। মোঃ আব্দুল কাইয়ুম (৩২), পিতাঃ-জমসের আলী, মাতা-সাফিয়া কোম, সাং-মধ্য ধর্মগঞ্জ, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, আসামির বিরুদ্ধে ৫ টি মাদক মামলা রয়েছে