বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ জন মাদকসেবী আটক নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা একজন জন মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মোটরসাইকেল চালক নিহত নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে,মানববন্ধন কাউন্সিলর আঞ্চলিক অফিস নির্মাণের সাইনবোর্ড টাঙ্গিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি দখলের পাঁয়তারা অবৈধ লিকেজ গ্যাস লাইনে ব্যাপক বিস্ফোরণ, দুই শিশুসহ আহত (৪)জন নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)এর যোগদান “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীনব ও সম্পদের ক্ষতি “ নারায়ণগঞ্জের সদর থানার পুলিশ মাদকসহ হাতে-নাতে দুই নারীকে গ্রেফতার করে

উপজেলা প্রশাসন নারায়াণগঞ্জ সদর কর্তৃক সদর উপজেলায় ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত*

সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-

পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড ২০২৫”।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তি পর্যায়ে দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে এ প্রতিযোগিতা দুইটি পর্যায়ে সম্পন্ন হয়।

প্রথম পর্যায়ে গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সদর উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০,০০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এক ঘণ্টার সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা শেষে ৫০০ জন শিক্ষার্থী বিজয়ী হন।

প্রাথমিকভাবে নির্বাচিত ৫০০ জন শিক্ষার্থীদের মধ্য থেকে ১০০ জনকে নিয়ে আজ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় সদর উপজেলা মিলনায়তনে। অলিম্পিয়াডের শুরুতেই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটি ৩০ মিনিটের ইনফরমেশন ওয়ার্কশপ বা লেকচার সেশন পরিচালনা করা হয়, যেখানে তাদের বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই পরিবেশ গঠনের গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডের মূল প্রতিযোগিতা। সেখান থেকে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে ৫ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ শুধু একটি স্লোগান নয় — এটি একটি দায়বদ্ধতা, একটি প্রতিশ্রুতি। এই কর্মসূচির আওতায় ইতোমধ্যে জেলার বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, গাছ রোপণ, ওয়ার্ড পর্যায়ে ডাস্টবিন স্থাপন, এবং মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। আজকের এই অলিম্পিয়াড তারই ধারাবাহিকতা।”

উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন বলেন:

“পরিবেশ রক্ষার লড়াই কেবল প্রশাসনের একার নয়, বরং এটি একটি সমন্বিত প্রয়াস — যেখানে স্কুল, পরিবার ও সমাজকে একত্রে কাজ করতে হবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী শুধু পরীক্ষার খাতায় নয়, জীবনের প্রতিটি সিদ্ধান্তে পরিবেশবান্ধব হোক।”

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত। তিনি Waste Management Olympiad-এর উদ্দেশ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শপথ গ্রহণ পর্ব, যেখানে শিক্ষার্থীরা উচ্চারণ করেন—
“প্রকৃতি আমার বন্ধু, আমি প্রকৃতিকে রক্ষা করব এবং নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখব।”

নারায়ণগঞ্জ সদরে প্রতিদিন ১,০০০ টনের বেশি বর্জ্য উৎপন্ন হয়, যার একটি বড় অংশ খোলা জায়গায় ফেলা হয় এবং সেখান থেকে নির্গত হয় গ্রিনহাউস গ্যাস — যা জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব ফেলছে। এই বাস্তবতাকে সামনে রেখেই এই অলিম্পিয়াড আয়োজন করা হয়, যাতে শিক্ষার্থীরা সমাধানমুখী চিন্তা-ভাবনায় উদ্বুদ্ধ হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদপত্র, পুরস্কার এবং বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সদর সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি), সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল দেবযানী কর,উপজেলা শিক্ষা অফিসার, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com