কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল মৌজায় রাষ্ট্রীয় ১ নং খতিয়ানের ২২০ দাগের মোট ভূমির পরিমাণ ১০ শতাংশ, যার অবস্থান জিরানী  কাশিমপুর  রাস্তা সংলগ্ন উল্লেখিত ভূমি দখলে প্রতারণার আশ্রয় নিয়ে কাউন্সিলরের
আঞ্চলিক অফিসের সাইনবোর্ড টাঙ্গিয়ে প্রতারণা মূলক ভাবে দখলের পায়তারা করছে  স্থানীয় একটি দালাল চক্র, এমন সংবাদে ঘটনাস্থলে গিয়ে জড়িতদের একজনের মোবাইল নাম্বার সংগ্রহ করে মুঠোফোনে তার সঙ্গে কথা বলে জানা যায় তিনি সাবেক কাউন্সিলর সচিব জাহিদ হাসান, প্রতিবেদক পরিচয় দিয়ে তার নিকট  জানতে চাইলে তিনি সাব জানান বর্তমান কাউন্সিলর সচিব সুমা ম্যাডামের সাথে কথা বলতে পরবর্তীতে সুমা ম্যাডামের মোবাইল নাম্বার সংগ্রহ করে মুঠোফোনে কথা বলে তাহার নিকট জানতে চাইলে কাউন্সিলর সচিব সুমা  জানিয়েছেন এ ব্যাপারে এখন কাশিমপুর ভূমি অফিসে একটি অভিযোগ আছে, তবে অভিযোগ থাকা সত্ত্বে স্থাপনা নির্মাণের ব্যাপারে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে কাশিমপুর ভূমি অফিসে কর্মরত উপসহকারী ভূমি কর্মকর্তা ওয়াজেদ মিয়ার শরণাপন্ন হইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন, তবে তিনি নিয়ম অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন।
ভূমি দখলের বিষয়টি নিশ্চিত হতে সিটি কর্পোরেশন কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি অবগত নয় বলে জানিয়েছেন।বর্তমানে উল্লেখিত ভূমিতে ১০-১২ জনের একটি নির্মাণ  শ্রমিক দল দিবা রাত্রি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।