বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ-মোঃ কামাল পাঠান
১৫ অক্টোবর রাত ২,৩০ ঘটিকার সময় সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির,এর নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেষে অস্ত্র এ্যামোনিশন সহ ১ জন শীর্ষ সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪.৫মি.মি. ইয়ার গান ২ টি,ভারতের তৈরি ,ক্যালিবার ১৭৭ টা, বডি নংঃ এইচ ০২০১৪
বডি নং বিসি ০৩৬৯৩ এবং এন্ড্রয়েড মোবাইল ১ টি, এ্যামোঃ ৩৫০০ রাউন্ড। আসামী নাম,মোঃ গাজী শাহিন আলী, বয়স ৪২,পিতাঃ গাজী আহম্মেদ আলী,তার বাড়ি সুলতান পুর