বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি:
সনাতন হিন্দুরা বিশ্বাস করেন-শুদ্ধ, নিষ্পাপ কুমারী বালিকার মধ্যে মা দুর্গার প্রতিরূপ বিরাজমান। প্রতি বছর মহাষ্টমীর দিনে তাকে দেবীর রূপে আরাধনা করা হয়। এছাড়া প্রত্যেক নারীকে মায়ের প্রতীক মনে করেন হিন্দুরা। তাই মায়ের প্রতি সম্মান জানানোর জন্য এই কুমারী পূজা। গাইবান্ধা শহরের শচীন চাকী সড়কে আদর্শ কলেজ সংলগ্ন শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনে মঙ্গলবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম মিশন চত্বরে হিন্দু ধর্মপ্রাণ নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। অন্যান্য ধর্মালম্বী মানুষও কুমারী পূজা দেখতে মন্দির প্রাঙ্গনে ভীড় জমায়। বেলা ১১টায় কুমারী পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনাজপুরের কালিতলার সুমন মিশ্র ও অনু মিশ্রের মেয়ে রাখি মিশ্র (৫) কে কুমারী দেবী হিসেবে পুজা অর্ঘ্য নিবেদন করা হয় শচীন চাকী সড়কের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে। পূজা চলাকালে মুহুর্মুহু উলু ও শঙ্খধ্বনি বেজে উঠে। পূজা অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনু মিশ্র দিনাজপুর কালিতলা কিন্ডারগার্টেনের প্লে শ্রেণির ছাত্রী। কুমারী পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।