সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

সর্বশেষ :
অবৈধ লিকেজ গ্যাস লাইনে ব্যাপক বিস্ফোরণ, দুই শিশুসহ আহত (৪)জন নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)এর যোগদান “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীনব ও সম্পদের ক্ষতি “ নারায়ণগঞ্জের সদর থানার পুলিশ মাদকসহ হাতে-নাতে দুই নারীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জের সদর থানার পুলিশ মাদকসহ হাতে-নাতে দুই নারীকে গ্রেফতার করে আঞ্চলিক অফিসের সাইনবোর্ড টাঙ্গিয়ে ১০শতক রাষ্ট্রীয় সম্পত্তি দখল উপজেলা প্রশাসন নারায়াণগঞ্জ সদর কর্তৃক সদর উপজেলায় ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত* নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জ শহরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা প্লাস্টিক পাইপে ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস সংযোগ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ আরফান চৌধুরীঃ
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জের নেতৃত্বে মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ৭টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) আবুল খায়ের ও এসআই (নিঃ) মো. সোহরাব সাকিব সঙ্গীয় ফোর্সসহ চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্প সংলগ্ন এমপি চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো ব্যাগ, একটি বাটন ফোন এবং একটি তিন চাকা বিশিষ্ট ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। শাহেনা বেগম (৪৬), স্বামী – জহির আলম, মাতা – রাশেদা বেগম।
২। জহির আলম (৫৪), পিতা – সৈয়দ আহমদ, মাতা – আনোয়ারা বেগম।
উভয়ের স্থায়ী ঠিকানা মধ্যম কৈয়ারবিল, ৬নং ওয়ার্ড, কুতুবদিয়া থানা, কক্সবাজার জেলা; বর্তমানে তারা সেগুনবাগিচা, ৬নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, চকরিয়া থানায় বসবাস করতেন।
উদ্ধারকৃত আলামত:
২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট
কালো ব্যাগ ০১টি
বাটন ফোন ০১টি
তিন চাকা বিশিষ্ট ব্যাটারিচালিত অটোরিকশা ০১টি
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com