বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন।
নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫দফা গণ দাবিতে মানববন্ধন করেছে জেলা ও মহানগর জামায়াত ইসলামী। দুপুরে শহরের চাষাঢ়ায় নারাায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে জেলা ও মহানগরের বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর জামায়াতের সভাপতি মাওলনা আব্দুল জব্বার সহ অনেকে।