বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
মোঃ আরফান চৌধুরীঃ
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জের নেতৃত্বে মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ৭টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) আবুল খায়ের ও এসআই (নিঃ) মো. সোহরাব সাকিব সঙ্গীয় ফোর্সসহ চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্প সংলগ্ন এমপি চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো ব্যাগ, একটি বাটন ফোন এবং একটি তিন চাকা বিশিষ্ট ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। শাহেনা বেগম (৪৬), স্বামী – জহির আলম, মাতা – রাশেদা বেগম।
২। জহির আলম (৫৪), পিতা – সৈয়দ আহমদ, মাতা – আনোয়ারা বেগম।
উভয়ের স্থায়ী ঠিকানা মধ্যম কৈয়ারবিল, ৬নং ওয়ার্ড, কুতুবদিয়া থানা, কক্সবাজার জেলা; বর্তমানে তারা সেগুনবাগিচা, ৬নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, চকরিয়া থানায় বসবাস করতেন।
উদ্ধারকৃত আলামত:
২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট
কালো ব্যাগ ০১টি
বাটন ফোন ০১টি
তিন চাকা বিশিষ্ট ব্যাটারিচালিত অটোরিকশা ০১টি
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।